Hindi Vowels

স্বরবর্ণ


স্বরবর্ণের উচ্চারণ
হিন্দী বাংলা এর মত তবে দ্রুত উচ্চারিত হয়।
যেমন- हम, कल, बल, रब, कब, जब, मन, मल
ইত্যাদি শব্দগুলোর উচ্চারণ যথাক্রমে হাম, কাল, বাল, রাব, কাব, জাব, মান, মাল
অর্থঃ
हम (হাম) = আমরা, कल (কাল)= আগামী/গত কাল, बल (বাল)=বল/শক্তি, रब (রাব)=প্রভু, जब (জাব)=যখন, मन (মান)=মন, मल(মাল)=মল

শব্দের শেষ ব্যঞ্জনে যুক্ত কখনো উচ্চারিত হয় না। শব্দের শেষ ব্যঞ্জন বর্ণে কোন কার না থাকলে তার উচ্চারণ হসন্ত হয় অর্থাৎ থামতে হয়।
যেমন- বাংলা পরিচিত শব্দের শেষ বঞ্জন তে উচ্চরিত হয়েছে। কিন্তু হিন্দীতে এই ধরনেল অনুচ্চারিত থাকে।  হিন্দীতে এই শব্দটির উচ্চারণ পারিচিত্ অর্থাৎ শেষ ব্যঞ্জন বর্ণে কোন কার না থাকায় হসন্ত হয়েছে। আবার মৃত এর বাংলা উচ্চারণ ম্রিতো কিন্তু এর হিন্দী উচ্চারণ ম্রিত্

হিন্দী ‍ এর সমরূপ উচ্চারণ বাংলায় নেই।
এর উচ্চারণ দীর্ঘ আ হবে। অর্থাৎ বাংলা স্বর আ এর চাইতে দীর্ঘ হবে।  যেমন-
हाम, काल, बाल, राब, जाब, मान, माल ইত্যাদির উচ্চারণ যথাক্রমে
হাাম, কাাল, রাাব, কাাব, জাাব, মাান, মাাল

हाम (হাাম)= হাম রোগ, काल (কাাল) = কাল/যুগ, बाल(বাাল) =চুল, राब (রাাব) =গুড়,  जाब (জাাব) = পশুর নাকের দড়ি, मान (মাান) মান/মর্যাদা/অভিমান/দাম, माल (মাাল) = মাল/ পণ্য/জিনিসপত্র।
হ্রস্ব ই এর উচ্চারণ বাংলা হ্রস্ব ই এর মতই।  যেমন-
दिन, लिए, गिनना, लिखना এর উচ্চারণ যথাক্রমে দিন, লিএ, গিননা, লিখনা যাদের অর্থ যথাক্রমে দিন, জন্য, গণনা করা, লেখা
বাংলা ভাষায় হ্রস্ব ই এবং দীর্ঘ ঈ উভয়ের উচ্চারণ হ্রস্ব ই এর মত হয়। কিন্তু হিন্দী ভাষায় হ্রস্ব ই এর উচ্চারণ হ্রস্ব বা সংক্ষিপ্ত হয়। কিন্তু দীর্ঘ ঈ এর উচ্চারণ দীঘর্ বা লম্বা হয়।
যেমন- तीन (তীন) =তিন, बीन (বীন) =বীণা,  रीढ़ (রীঢ়)  = মেরুদণ্ড, चीज़ (চী) = জিনিস , कीड़ा (কীড়া) = পোকা  ইত্যাদি।
হৃস্ব উ এর উচ্চারণ বাংলা হৃস্ব উ এর মতই।  যেমন-
गुलाब (গুলাাব) = গোলাপ, गुस्सा (গুসসা) = রাগ, सुनना (সুননা)= শুনা।
বাংলা ভাষায় হ্রস্ব উ এবং দীর্ঘ ঊ উভয়ের উচ্চারণ হ্রস্ব উ এর মত হয়। কিন্তু হিন্দী ভাষায় হ্রস্ব উ এর উচ্চারণ হ্রস্ব বা সংক্ষিপ্ত হয়। কিন্তু দীর্ঘ ঊ এর উচ্চারণ দীর্ঘ বা লম্বা হয়।

झूठ (ঝূঠ) = মিথ্যা , जूते (জূতে) = জুতা, लूटना  (লূটনা)=  লুট করা, मूली (মূলী) = মুলা, ख़ूश (খূশ) = খুশি/সুখী  ই্ত্যাদি।

হৃস্ব এর উচ্চারণ বাংলা হৃস্ব এর মতই।  যেমন-
ऋण, पृथ्वी, मृत

বাংলার মতই।  যেমন-  एक (এক) = এক, केला (কেলা) =কলা,
मेला (মেলা) = মেলা, देखना (দেখনা) = দেখা ইত্যাদি।
এই বর্ণটির উচ্চারণ বাংলা থেকে সম্পূর্ণ ভিন্ন। এর উচ্চারন অনেকটা ডাবল এর মত হয়। এর উচ্চারণ করতে স্বরকে যতটুকু হেলাতে হয় তার থেকে বেশী হেলাতে হয় এর উচ্চারণে। যেমন- मैला, थैला, है, बैठना শব্দগুলেরা উচ্চারণ যথাক্রমে  মেয়লা,  থেয়লা, হেয়, বেয়ঠ্না। উপরোক্ত শব্দগুলোর উচ্চারণ বাংলার মত মৈলা, থৈলা, হৈ, বৈঠনা নয়।
বাংলা মতই। যেমন- ओर (ওর) = দিকে, मोर ( মোর) = ময়ূর, घोड़ा (ঘোড়া) = ঘোড়া ইত্যাদি।
অনেকটা বাংলা  মতই। অনেকটা বলেছি কারণ উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যটা খুবই সুক্ষ্ম। শুনে শুনে আয়ত্ব করতে হবে। তবে বাংলা এর মতো করলেও হবে।
এটি এর পরিবর্তিত রূপ। এর উচ্চার হুবহু বাংলা এর মতো। হিন্দী শব্দে এর ব্যবহার দেখা যায় না। অন্য ভাষার উচ্চারণ প্রকাশ করতে এর ব্যবহার হয়। যেমন ইংরেজি শব্দ Call এর উচ্চারণ হিন্দীতে প্রকাশ করলে এই বর্ণটি ব্যবহার করা যাবে। হিন্দীতে লিখতে হলে লিখতে হবে कॉल (কল)। এরূপ
কফি, হট, নট ইত্যাদি লিখতে এই বর্ণটি ব্যবহৃত হয়।  যেমন- कॉफ़ी (Coffee), हॉट (hot), नॉट (not) ইত্যাদি।




হিন্দী ভাষা শিক্ষায় আপনাকে স্বাগতম হিন্দী স্বরবর্ণ বিস্তারিত হিন্দী ব্যঞ্জনবর্ণ বিস্তারিত কার স...