whyhindi

মাতৃভাষাকে ভালবাসব, অন্য ভাষা শিখব


একটি নতুন ভাষা একটি নতুন সাহিত্যের দ্বার উন্মোচন করে। মাতৃভাষার পাশাপাশি অন্য এক বা একাধিক  ভাষা জানা নিঃসন্দেহে একটি ভাল দিক। হিন্দী প্রতিবেশি দেশ ভারতের সরকারী ভাষা। ৩২ কোটির বেশি মানুষ এই ভাষায় কথা বলে। ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা ভিন্ন হলেও অধিকাংশ লোকই হিন্দী বুঝে ও বলতে পারে। ভারতে হিন্দী লিঙ্গুআ ফ্রাঙ্কা হিসেবে ব্যবহৃত হয়।

আপনি হিন্দী কেন শিখবেন?
পার্শ্ববর্তি দেশ হওয়ায় ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ। ব্যবসা -বাণিজ্য, পর্যটন, অভিনয়, নাটক, সিনেমা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কূটনৈতিক কর্মকাণ্ড, চিকিৎসা, খেলা-ধূলা, শিক্ষা, সাংবাদিকতা, প্রযুক্তি শিক্ষা, ধর্ম প্রচার, ইতিহাস ও ঐতিহ্য চর্চা,  সামাজিক যোগাযোগ ইত্যাদি কাজে আপনি হিন্দী শিখতে পারেন। দোভাষীর কাজ করার জন্য আপনি হিন্দী শিখতে পারেন। ব্যক্তিগত আগ্রহ থেকেও আপনি হিন্দী শিখতে পারেন। বাংলার সাথে অনেক মিল থাকায় হিন্দী শেখা অনেকটা সহজ ও মজাদার।

জি-৭ দেশগুলোর পরে যে দেশগুলোর নাম তার মধ্যে একটি হলো ভারত। ভারতের সাথে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভারতের সাথে যোগাযোগ রক্ষা করতে আপনি হিন্দী শিখতে পারেন। হিন্দী চর্চার বিরুদ্ধেও অনেক মতামত রয়েছে সেগুলো আমি খণ্ডাতে চাই না। আগ্রহ আপনার প্রচেষ্টা আমার।

এই ব্লগ লেখার পেছনে কারণ
হিন্দী বুঝাটা যথেষ্ট নয়। বুঝার পাশাপাশি বলা, পড়া এবং লিখতে জানাটাও জরুরী। বাংলাদেশে নাটক সিনেমা দেখে অনেকই হিন্দী বুঝতে ও বলতে পারেন। কিন্তু পড়তে ও লিখতে অনেকের কষ্ট হয়। আবার হিন্দী ভাষার ব্যাকরণ না জানার কারণে ভুল বলেন। যার হিন্দী বলতে পারেন কিন্তু ভুল বলেন তাদের অথবা যারা গোড়া থেকে হিন্দী শিখতে চান তাদের জন্যই আমার এই প্রচেষ্টা।  এখানে আমি চেষ্টা করেছি  সহজ বাংলায় হিন্দী শেখার সকল উপকরণ তুলে ধরার। আমার লেসনগুলো ধাপে ধাপে চর্চা করলে আপনি সহজেই হিন্দী বুঝতে, বলতে, পড়তে ও লিখতে পারবেন।

হিন্দী ভাষা শিক্ষায় আপনাকে স্বাগতম হিন্দী স্বরবর্ণ বিস্তারিত হিন্দী ব্যঞ্জনবর্ণ বিস্তারিত কার স...